Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 

১। কৃষকদের নিকট থেকে উপযুক্ত মূল্যে তাদের উৎপাদিত ধান ওগম ক্রয় করে মূল্য সহায়তা প্রদান করা হয় ও বাজার দর ফ্লোর প্রাইসের উপরে রাখা হয়।

২।অভ্যন্তরীণ ও বৈদেশিক সংগ্রহের মাধ্যমে আপৎকালীন খাদ্য মজুদ গড়ে তোলা হয়।

৩।খাদ্যশস্যের বাজার দর গভীর ভাবে পর্যবেক্ষণ করা হয় ও সংকট কালে/অমৌসুমে বাজার দর মাত্রতিরিক্ত বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা গেলে সহনিয়মুল্যে বিক্রয় কার্যক্রমের আওতায় সুলভ মূল্যে দরিদ্র জনগণের মধ্যে চাল/গম বিক্রির ব্যবস্থা করে অপ্রত্যাশিত মূল্যবৃদ্ধিরোধ করা হয় ও জনগণের কষ্টের ভার লাঘব করা হয়।

৪।কাজের বিনিময়ে খাদ্য ও টেস্টরিলিফ খাতে খাদ্য শস্য বিতরণের মাধ্যমে আকাল/অমৌসুমে দরিদ্রজনগণের কাজের সুযোগ সৃষ্টিকরে মঙ্গা/দুর্ভিক্ষ প্রতিরোধ করা হয়।

৫।বন্যা, খরা, ঘূর্ণিঝড় প্রভূতি প্রাকৃতিক দুর্যোগকালীন দরিদ্র/ক্ষতিগ্রস্ত জনগণের মধ্যে ভিজিএফও জিআর খাতে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

৬।দরিদ্র মহিলাদের মধ্যে ভিজিডি খাতে প্রতি মাসে চাল/গম বিতরণের মাধ্যমে তাদেরকে সাবলম্বি হতে সাহায্য করা হয়।

৭।স্থানীয় চালকলগুলিকে লাইসেন্স প্রদান করা হয়। লাইসেন্সধারী চুক্তিযোগ্য চালকলগুলির সহিদদ্বি-পাক্ষিক চুক্তির মাধ্যমে অভ্যন্তরীনভাবে চাল সংগ্রহ করা হয়।